সোমবার, ০২-অক্টোবর ২০২৩, ০৪:৪২ অপরাহ্ন
  • প্রশাসন
  • »
  • কিউকম গ্রাহকদের ২৫০ কোটি টাকা আটকে রেখেছে: ডিবি

কিউকম গ্রাহকদের ২৫০ কোটি টাকা আটকে রেখেছে: ডিবি

shershanews24.com

প্রকাশ : ০৪ অক্টোবর, ২০২১ ১২:৫৮ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা: ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম তার গ্রাহকদের ২৫০ কোটি টাকা আটকে রেখেছে বলে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

সোমবার (৪ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর মিন্টু রোডের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

হাফিজ আক্তার বলেন, রাজধানীর পল্টন থানায় এক ভুক্তভোগী কিউকমের মালিক মো. রিপন মিয়ার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও প্রতারণার অভিযোগে একটি মামলা করেছেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে গতকাল তাকে ডিবি মতিঝিল বিভাগ গ্রেফতার করে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তার প্রতিষ্ঠানে গ্রাহকদের প্রায় ২৫০ কোটি টাকার পণ্য আটকে আছে।

শীর্ষনিউজ/এইচ