মঙ্গলবার, ০৩-অক্টোবর ২০২৩, ০৪:৪০ অপরাহ্ন
  • প্রশাসন
  • »
  • র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান হলেন লে. কর্নেল মশিউর রহমান 

র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান হলেন লে. কর্নেল মশিউর রহমান 

shershanews24.com

প্রকাশ : ০৫ অক্টোবর, ২০২১ ০৪:২৪ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা: র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) গোয়েন্দা শাখার পরিচালকের নতুন দায়িত্ব পেয়েছেন লে. কর্নেল মশিউর রহমান জুয়েল। তিনি লে. কর্নেল খায়রুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে র‍্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, বুধবার আনুষ্ঠানিকভাবে এলিট ফোর্স র‌্যাবের গোয়েন্দা শাখার নতুন দায়িত্ব গ্রহণ করবেন মশিউর রহমান জুয়েল। এর আগে তিনি র‍্যাব-৭ এর অধিনায়ক ছিলেন। তার জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন লে. কর্নেল এম এ ইউসুফ।

এছাড়া লে. কর্নেল খায়রুল ইসলাম পূর্বের কর্মস্থল বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরে যাচ্ছেন। সেখান থেকে নভেম্বরে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাবেন।

শীর্ষনিউজ/এইচ