মঙ্গলবার, ০৩-অক্টোবর ২০২৩, ০৪:১৪ অপরাহ্ন
  • প্রশাসন
  • »
  • ডেঙ্গুতে মারা গেলেন সহকারী রাজস্ব কর্মকর্তা

ডেঙ্গুতে মারা গেলেন সহকারী রাজস্ব কর্মকর্তা

shershanews24.com

প্রকাশ : ০৯ অক্টোবর, ২০২১ ০৮:৫৩ পূর্বাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা: ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ঢাকা দক্ষিণ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সহকারী রাজস্ব কর্মকর্তা সুমন চন্দ্র ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা দক্ষিণ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার এস এম হুমায়ূন কবীর। সুমন চন্দ্র ঢাকা দক্ষিণ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সদর দফতরে নিরীক্ষা শাখায় কর্মরত ছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। তার স্থায়ী ঠিকানা পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায়। তিনি ২০১৪ সালে সহকারী রাজস্ব কর্মকর্তা পদে চাকরিতে যোগদান করেন। মৃত্যুকালে তিনি ৩ মাসের একটি শিশু সন্তান ও স্ত্রী রেখে গেছেন।

শীর্ষনিউজ/এসএফ