সোমবার, ০২-অক্টোবর ২০২৩, ০৫:১৫ অপরাহ্ন

পণ্যের বাজার নিয়ন্ত্রণ করুন, গরীবদের বাঁচান

shershanews24.com

প্রকাশ : ১৭ আগস্ট, ২০২১ ০১:২১ অপরাহ্ন

মিতালী পারভীন: দেশে দ্রব্যমূল্য পরিস্থিতি এখন লাগামহীন হয়ে পড়েছে। কোনোভাবেই যেন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অগ্নিমূল্য রোধ করা যাচ্ছে না। লকডাউন বা কঠোর বিধিনিষেধের কারণে সাধারণ মানুষ এমনিতেই অনেক কষ্টে দিন কাটাচ্ছে। এর উপর আবার দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি সৃষ্টি করেছে রীতিমত দুর্ভোগ। সরকার বা বাণিজ্য মন্ত্রণালয় বিষয়টি নিয়ে ছেলে ভোলানো কথা শোনালেও বাজারে তার কোন ইতিবাচক প্রভাব নেই।
নিত্যপ্রয়োজনীয় চাল-তেলের পাশাপাশি ডাল, আটা, চিনি, তরকারি, মাছ, গোশতের দাম দিন দিন বেড়েই চলছে। আজ এক রকম তো কাল বাজারে গিয়ে দেখা যাচ্ছে আরেক রকম চিত্র। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার কারণে প্রকৃতপক্ষে দুর্ভোগের শিকার হচ্ছেন দরিদ্র, খেটে খাওয়া ও অসহায় মানুষ। শুধু দরিদ্র মানুষ নয়, মধ্যবিত্ত শ্রেণির মানুষও নানারকম ভোগান্তির শিকার হচ্ছে। কিছু অসাধু ও অতি মুনাফালোভী ব্যবসায়ীর কারণে সাধারণ মানুষকে এ দুর্ভোগ পোহাতে হচ্ছে। এসব অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণ্য মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে।
দ্রব্যমূল্যের অস্বাভাবিক পরিস্থিতি ঠেকাতে দ্রুত পণ্য আমদানির ব্যবস্থা করা, পণ্য সংরক্ষণ ও মজুদকরণ, পণ্য পরিবহনে নিরাপত্তা নিশ্চিতকরণসহ নিয়মিত বাজার মনিটরিং করতে হবে। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সরকারকে অসাধু ব্যবসায়ী, মজুদদার ও কালোবাজারিদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নিতে হবে। যেসব ব্যবসায়ী অসৎ ও অনৈতিকভাবে মূল্য বাড়ায় তাদের কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শুধু জরিমানা আদায় নয়, তাদের ট্রেড লাইসেন্স বাতিলের মতো ব্যবস্থাও নিতে হবে। জেল-হাজতেরও ব্যবস্থা করতে হবে। সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে তা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে। সরকার ইতোমধ্যে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য সাধারণ মানুষের মাঝে পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ করেছে। এতে কিছুটা হলেও সাধারণ মানুষের দুর্ভোগ কমবে। কিন্তু বিশাল এই জনগোষ্ঠীর তুলনায় তা খুবই সামান্য। টিসিবির গাড়ির সামনে দীর্ঘ লাইলে দাঁড়িয়ে থেকেও অনেকে পণ্য কিনতে পারেননি বলেও অভিযোগ রয়েছে। 
ভোক্তারা মনে করছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যদি নাগালের মধ্যে থাকে, তাহলে সাধারণ মানুষের ভোগান্তি হ্রাস পাবে এবং টিসিবির গাড়ির সামনে দীর্ঘ লাইন চোখে পড়বে না। আমাদের প্রত্যাশা, সরকার অবিলম্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে সক্রিয় হবে। এটি সম্ভব হলে মানুষ মূল্যবৃদ্ধির অভিশাপ থেকে মুক্তি পাবে।
(সাপ্তাহিক শীর্ষকাগজে ১৬ আগস্ট ২০২১ প্রকাশিত)