মঙ্গলবার, ০৩-অক্টোবর ২০২৩, ০৪:১৮ অপরাহ্ন
  • জেলা সংবাদ
  • »
  • গাজীপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

গাজীপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

shershanews24.com

প্রকাশ : ১২ আগস্ট, ২০২১ ০১:১২ অপরাহ্ন

শীর্ষনিউজ, গাজীপুর: গাজীপুরে ধীরশ্রমে ট্রেনের বগি লাইনচ্যুতে ঘটনা ঘটেছে। এতে সেখানে বন্ধ রয়েছে রেল যোগাযোগ।

আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল্লাহ জানান, ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ধীরাশ্রম স্টেশনে পৌঁছানোর আগেই এর ইঞ্জিনের ৩টি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

তিনি আরও জানান, ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেনের কর্মীদের খবর দেয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে ট্রেনটি লাইন থেকে সরিয়ে নিলে চলাচল স্বাভাবিক হবে।

শীর্ষনিউজ/এম