সোমবার, ০২-অক্টোবর ২০২৩, ০৫:৪৭ অপরাহ্ন
  • জেলা সংবাদ
  • »
  • টেকনাফে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথসহ আটক ১

টেকনাফে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথসহ আটক ১

shershanews24.com

প্রকাশ : ১০ অক্টোবর, ২০২১ ০৫:৩০ অপরাহ্ন

শীর্ষনিউজ, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে অন্তত ৫ কোটি টাকা মূল্যের এক কেজি ৪০ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ আইসসহ মো. ইদ্রিস (৪০) নামে এক এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

রোববার ভোরে টেকনাফ সদরের ছোট হাবিব পাড়া থেকে ক্রিস্টাল মেথসহ তাকে আটক করে।

আটক মো. ইদ্রিস টেকনাফ সদরের নাজির পাড়া এলাকার আজিজুর রহমান ওরফে আজিরানের ছেলে। সে মাদক পাচারকারী বলে দাবি পুলিশের।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান এসব তথ্য জানিয়ে বলেন,  ভোর রাতে টেকনাফ মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নকিবুল্লাহর নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদরের ছোট হাবিব পাড়ায় মো. ইদ্রিসের অস্থায়ী বসত বাড়িতে অভিযান চালিয়ে তার শয়ন কক্ষের বালিশের নিচ থেকে ক্রিস্টাল মেথ আইসের একটি প্যাকেটসহ তাকে আটক করে। উদ্ধার প্যাকেটের ভেতরে এক কেজি ৪০ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়। এর আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকার ওপরে।

ওসি বলেন, উদ্ধার ক্রিস্টাল মেথ আইসসহ আটক পাচারকারী ইদ্রিসের বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হবে। আমরা এর আগেও মাদক আইস উদ্ধার করেছি। যে কোনো মাদক ঠেকাতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

শীর্ষনিউজ/এইচ