সোমবার, ২৫-সেপ্টেম্বর ২০২৩, ১২:১৬ অপরাহ্ন
  • জেলা সংবাদ
  • »
  • চলে গেলেন ১৮ মাস হেঁটে হজে যাওয়া শতবর্ষী মহিউদ্দিন

চলে গেলেন ১৮ মাস হেঁটে হজে যাওয়া শতবর্ষী মহিউদ্দিন

shershanews24.com

প্রকাশ : ১১ অক্টোবর, ২০২১ ১২:৫৮ অপরাহ্ন

শীর্ষনিউজ,  দিনাজপুর : চলে গেলেন ১৮ মাস পায়ে হেঁটে হজে যাওয়া দিনাজপুরের হাজী মহিউদ্দিন। 

রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রামসাগর খসরুর মোড়ে তৃতীয় মেয়ের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১৫ বছর। এছাড়া তিনি স্ত্রী, চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

হাজী মহিউদ্দিন দিনাজপুর সদর উপজেলার রামসাগর দিঘীপাড়া গ্রামের মৃত ইজার পন্ডিত ও মমিরন নেছার ছেলে। তিনি রামসাগর জাতীয় উদ্যানের বায়তুল আকসা জামে মসজিদের সাবেক ইমাম ছিলেন।

জানা যায়, হাজী মহিউদ্দিন ১৯০৬ সালের ১০ আগস্ট জন্ম নেন। ১৯৬৮ সালে তিনি হজ পালনের উদ্দেশে পায়ে হেঁটে দিনাজপুর থেকে রওনা হন। প্রায় ১৮ মাস পায়ে হেঁটে তিনি সৌদি আরব পৌঁছান। এই আঠারো মাসে তিনি পাড়ি দেন কয়েক হাজার কিলোমিটার পথ।
শীর্ষনিউজ/এম