মঙ্গলবার, ০৩-অক্টোবর ২০২৩, ০৫:২৩ অপরাহ্ন
  • বিনোদন
  • »
  • জন্মদিনে ঈশানের পিতৃত্ব স্বীকার করলেন যশ

জন্মদিনে ঈশানের পিতৃত্ব স্বীকার করলেন যশ

shershanews24.com

প্রকাশ : ১১ অক্টোবর, ২০২১ ১১:২৮ পূর্বাহ্ন

শীর্ষনিউজ ডেস্ক : দশ অক্টোবর জন্মদিনে এই প্রথমবার সন্তান ঈশানের পিতৃত্ব স্বীকার করলেন অভিনেতা যশ দাসগুপ্ত। ঈশান যে যশ-নুসরাতের সন্তান তাই নিয়ে কোনও সন্দেহের অবকাশ ছিল না। শুধু, যশ দাসগুপ্ত এই কথা নিজের মুখে কখনও বলেননি। 

জন্মদিনে তিনি সাফ জানিয়ে দিলেন, ঈশান তাঁরই সন্তান। নুসরাত এক কাঠি ওপরে গিয়ে বললেন, কি করে বলা হচ্ছে ঈশান বিবাহবহির্ভূত সম্পর্কের ফসল? আপনারা জানেন কিছু? নুসরাতের এই কথায় অনুমান করা হচ্ছে ডিসেম্বরেই বিয়েটা সেরে নিয়েছেন যশরত। অন্তত মালা বদলটাতো বটেই। নুসরাত সিঁথিতে সিঁদুর পরেন। তা যে ওই যশের দান তা ক্রমশই প্রকট হচ্ছে।

জন্মদিনটি যশ অবশ্য কাটালেন জিমে শরীরচর্চা করে। নুসরাত তাঁকে কি উপহার দিলেন তা স্পষ্ট করেননি যশ। তবে নতুন একটি গাড়ির পটভূমিকায় ছবি পোস্ট করেছেন। আর কে না জানে যশের হবি- নিত্যনতুন গাড়ি চালানোর।
শীর্ষনিউজ/এম