মঙ্গলবার, ০৩-অক্টোবর ২০২৩, ০৪:৫৫ অপরাহ্ন
  • স্বাস্থ্য
  • »
  • বাড়ছে করোনার দাপট, প্রাণ হারাল আরও প্রায় সাড়ে ৯ হাজার মানুষ

বাড়ছে করোনার দাপট, প্রাণ হারাল আরও প্রায় সাড়ে ৯ হাজার মানুষ

shershanews24.com

প্রকাশ : ১৭ মার্চ, ২০২১ ০৯:৩৮ পূর্বাহ্ন

শীর্ষ নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে বেড়েই চলেছে করোনার দাপট। গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার) প্রায় সাড়ে ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে এদিন। এই সময়ে ৪ লাখ ৩৬ হাজারের কাছাকাছি নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে।

ব্রাজিলে একদিনে প্রাণহানি ২ হাজার ৮শ’ ছুঁইছুঁই। ৮৪ হাজারের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে দেশটিতে। ১১শ’র মতো মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন সংক্রমণ হয়েছে ৫০ হাজারের বেশি।

মঙ্গলবার ইতালিতে করোনায় মৃত্যু হয়েছে ৫ শতাধিক। আর রাশিয়ায় সাড়ে চারশ’র মতো মানুষের প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি।

এদিকে, পোল্যান্ডে ৩৭২ আর ফ্রান্সে ৩৩৮ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে এ নিয়ে মোট প্রাণহানি ২৬ লাখ ৮১ হাজার ৫শ’র ওপর। মোট আক্রান্ত ১২ কোটি ১২ লাখ ১৪ হাজারের বেশি।

শীর্ষনিউজ/এসএফ