
shershanews24.com
প্রকাশ : ০৩ এপ্রিল, ২০২১ ১০:০৫ অপরাহ্নশীর্ষনিউজ, ঢাকা: রেস্টুরেন্টগুলোতে স্বাস্থ্যবিধি কতটুকু মানা হচ্ছে তা খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। বিকেলে রাজধানীর ধানমন্ডির বিভিন্ন রেস্টুরেন্টে এই অভিযান চালানো হয়।
এময় অধিকাংশ রেস্টুরেন্টে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি লক্ষ্য করা যায়। তবে কিছু রেস্টুরেন্টে স্বাস্থ্যবিধি না মেনে রেস্টুরেন্ট চালাতে দেখা গেছে। এ সময় ভ্রাম্যমান আদালত রেস্টুরেন্ট ম্যানেজারদের সতর্ক করার পাশাপাশি জরিমানা করে।
দেশে করোনাভাইরাস সংক্রমণের হার আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় সরকারের পক্ষ থেকে ১৮ দফা নির্দেশনা দেয়া হয়। এসব নির্দেশনার মাঝে হোটেল-রেঁস্তোরাসমূহে ধারণ ক্ষমতার ৫০ভাগের অধিক মানুষের প্রবেশ নিষেধ করা হয়।
শীর্ষনিউজ/টিএ/আরএইচ