
shershanews24.com
প্রকাশ : ১০ অক্টোবর, ২০২১ ০৩:২০ অপরাহ্নশীর্ষনিউজ, ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেছেন, ১২-১৭ বছরের শিশুদের ইমিডিয়েটলি টিকা দেয়া হবে। শিশুদের ফাইজারের টিকা দেয়া হবে। আমাদের কাছে ৬০ লাখ ডোজ ফাইজারের টিকা মজুত আছে। প্রাথমিকভাবে ৩০ লাখ শিশুকে এই টিকা দেয়া হবে। ২-১ দিনের মধ্যে তাদের টিকা দেয়ার কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।
আজ দুপুরে মহাখালীস্থ বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জন (বিসিপিএস)-এ আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
মার্চ-এপ্রিলের মধ্যে ৭০ ভাগ লোককে টিকা দেয়ার আশা প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডিসেম্বর-জানুয়ারির মধ্যে দেশের ৮ কোটি মানুষকে ডাবল ডোজ টিকা দেয়া হবে। আর মার্চ-এপ্রিলের মধ্যে আরও ৪ কোটি মানুষকে ডাবল ডোজ দেয়া হবে।
ভারত থেকে টিকার বিষয়ে তিনি বলেন, সেরাম ইনস্টিটিউটের কাছে আরও দুই কোটি ৩০ লাখ টিকা আমরা পাই। ইতিমধ্যে তারা ১০ ডোজ টিকা পাঠিয়েছে। যেহেতু তারা টিকা দেয়া শুরু করেছে, আশা করছি বাকি টিকাও দেবে।
শীর্ষনিউজ/এসএফ