সোমবার, ২৫-সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৬ অপরাহ্ন
  • আইসিটি
  • »
  • বিশ্বব্যাপী ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের সার্ভার ডাউন

বিশ্বব্যাপী ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের সার্ভার ডাউন

shershanews24.com

প্রকাশ : ০৪ অক্টোবর, ২০২১ ১০:৪৮ অপরাহ্ন

শীর্ষনিউজ ডেস্ক: বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের সার্ভার ডাউন হয়ে পড়েছে। ফলে এসব মাধ্যম ব্যবহারকারীদের বেশ অসুবিধা ভোগ করতে হচ্ছে। 

আজ সোমবার সন্ধ্যায় ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশেও একই সমস্যায় পড়েছেন এসব সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। সোমবার সন্ধ্যার পর থেকে ফেসবুকের ওয়েবসাইটে গেলে সেখানে একটি বার্তা দেখা যায়। 

তাতে বলা হয়, ‘দুঃখিত, কোনো একটি সমস্যা হচ্ছে। সমাধানে আমরা কাজ করছি। শিগগিরই ঠিক হয়ে যাবে।’ 

তবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

শীর্সনিউজ/এসএফ