সোমবার, ০২-অক্টোবর ২০২৩, ০৬:১৯ অপরাহ্ন

‘আধুনিক নারীদের’ বিরুদ্ধে তোপ দাগলেন মন্ত্রী

shershanews24.com

প্রকাশ : ১০ অক্টোবর, ২০২১ ১১:৫২ অপরাহ্ন

শীর্ষনিউজ ডেস্ক : ভারতের কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী ড. কে সুধাকর আধুনিক ভারতীয় নারীদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, আধুনিক ভারতীয় নারীরা আজকাল একা থাকতে চান, নিজেরা সন্তান জন্ম দিতে চান না এবং সন্তান জন্ম দেওয়ার জন্য স্যারোগেসিকে বেছে নেন। 

রবিবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, আমি আজ দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি অনেক আধুনিক ভারতীয় নারী আজকাল একাই থাকতে চান। বিয়ে করলেও আধুনিক নারীরা সন্তান জন্ম দিতে চান না।  স্যারোগেসির মাধ্যমে সন্তান জন্ম দিতে চান। এভাবেই আমাদের চিন্তাধারার পরিবর্তন ঘটছে। কিন্তু এই পরিবর্তন মোটেও ভালো নয়।

ভারতীয় সমাজে "পশ্চিমা প্রভাব" নিয়ে দুঃখ প্রকাশ করে মন্ত্রী বলেন, মানুষ এখন আর বাবা-মায়ের সঙ্গে থাকতে চান না। এ ব্যাপারে তিনি বলেন, দুঃখজনকভাবে বর্তমানে আমরা পশ্চিমাদের অনুসরণ করছি। আমরা আমাদের বাবা-মায়ের সঙ্গে আর বাস করতে চাই না। তার দাদা-দাদি, নানা-নানির কথা তো ভুলেই যাই। 
শীর্ষনিউজ/এসএসআই