
shershanews24.com
প্রকাশ : ১১ অক্টোবর, ২০২১ ১১:১০ পূর্বাহ্নশীর্ষনিউজ ডেস্ক: মারা যাওয়ার আগে অনেক কথা বলে গেছেন পাকিস্তানের পরমানু বিজ্ঞানের জনক ড. আবদুল কাদের খান ( একিউ খান) । রোববার সকালে তিনি মারা যান।
এর ১১ ঘণ্টা আগে তিনি ডন পত্রিকাকে বলেন, মেডিকেল ও ডেন্টাল কলেজ ভর্তি পরীক্ষার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাবেন তিনি। কারণ এ প্রক্রিয়া ত্রুটিপূর্ণ। এ বিষয়ে আজ সোমবার ইসলামাবাদ হাই কোর্টে পিটিশন দেয়ার কথা ছিল তার। তিনি ডন'কে বলেছিলেন, মেডিকেল ভর্তি পরীক্ষা পদ্ধতিতে ত্রুটি আছে। তাই সোমবার ইসলামাবাদ হাই কোর্টে পিটিশন দাখিল করতে যাচ্ছি। এই ভর্তি প্রক্রিয়ার কারণে লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে।
পাকিস্তান মেডিকেল কমিশন ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করার পর শনিবার সন্ধ্যায় ডনকে এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, সরকার মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় এমন এক ত্রুটিপূর্ণ পদ্ধতি চালু করেছে, যাতে লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে। পাকিস্তানে মেডিকেলে পড়ার সুযোগ পেতে হলে একজন শিক্ষার্থীকে কমপক্ষে শতকরা ৬৫ ভাগ নম্বর পেতে হয়। মিডিয়ার তথ্য অনুযায়ী প্রায় এক লাখ ২৫ হাজার শিক্ষার্থী ওই পাস নম্বর পেতে ব্যার্থ হয়েছে। এতে বিরক্ত বোধ কপ্রেন আবদুল কাদের খান। তাই তিনি এ পদ্ধতিকে চ্যালেঞ্জ জানানোর সিদ্ধান্ত নেন। এ সময় তিনি নিজের স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। বলেন, তিনি কোভিড-১৯ আক্রান্ত। হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবু পুরো সুস্থ হওয়ার আগেই তাকে হাসপাতাল ছাড়তে হয়েছে।
শীর্ষনিউজ/এম