সোমবার, ০২-অক্টোবর ২০২৩, ০৫:০৬ অপরাহ্ন
  • অন্যান্য
  • »
  • গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত

shershanews24.com

প্রকাশ : ০২ অক্টোবর, ২০২১ ১০:০৭ অপরাহ্ন

শীর্ষনিউজ, কেরানীগঞ্জে: ঢাকার কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শাবানা (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা খেজুরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাবানা পিরোজপুর জেলার সরুপকাঠী থানার সোহাগদোল গ্রামের হানিফ সুতারের মেয়ে। তার স্বামীর নাম আবদুল হান্নান। তিনি পরিবারসহ দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকায় রহমান সাহেবের মসজিদ গলির রাজ্জাক মিয়ার বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ শনিবার দুপুরে শাবানা ঘরের ভেতরে রান্না করতে গেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিদগ্ধ হন। এ সময় পরিবারের অন্য সদস্যরা বাইরে থাকায় ঘটনাস্থলে তিনি মারা যান।

অগ্নিদগ্ধের খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে। পরে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড) মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কেরানীগঞ্জ দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, দুপুরে শুভাঢ্যা খেজুরবাগ এলাকায় একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শাবানা নামে এক নারী দগ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে, গ্যাস সিরিন্ডারটির পাইপ লিকেজ ছিল। সিলিন্ডারের পাইপের লিকেজ থেকে আগুন লেগে ওই নারী দগ্ধ হয়ে মারা যান।
শীর্ষনিউজ/এসএসআই