
shershanews24.com
প্রকাশ : ০৫ অক্টোবর, ২০২১ ০১:০৯ অপরাহ্নশীর্ষনিউজ ডেস্ক: স্ত্রী জানেট অ্যালজেইমার্সে আক্রান্ত। হাসপাতালে ভর্তি। মেরুদণ্ডের সমস্যা আছে। গত ৩০টি বছর প্রতিটি মুহূর্ত তার সঙ্গে ভালবাসায় কাটিয়েছেন ৮১ বছর বয়সী নিক গার্ডনার। তার স্ত্রী হাসপাতালে ভর্তি। তার অতিরিক্ত যত্নের প্রয়োজন। এ কারণে, স্ত্রী হাসপাতালে থাকায় নিঃসঙ্গ হয়ে পড়েছেন নিক গার্ডনার। সেই নিঃসঙ্গতা কাটাতে এবং স্ত্রীর সম্মানে দাতব্য সংস্থার জন্য অর্থ সংগ্রহের জন্য তিনি এই বয়সে স্কটল্যান্ডের একটি পাহাড়ের শৃঙ্গে আরোহন করছেন।
তীব্র বাতাস সেখানে। এই পাহাড়টির নাম বুকাইলে ইটিভ মোর। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ১০২০ মিটার বা ৩৩৫০ ফুট। ইউটিউবে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, এই পাহাড়কে ঘিরে রেখেছে ঘন কুয়াশা, মেঘ। তীব্র বাতাসের শোঁ শোঁ শব্দ। এই প্রতিকূল পরিস্থিতিতে ৮১ বছর বয়সী এই সাহসী নিক গার্ডনার ছুটে চলেছেন। চারদিকে পাহাড়ের চূড়া, হ্রদ, শাখা নদীর মতো ঝরণা, আর উপত্যকা। নেচে নেচে ফেরা মেঘের ভিতর দিয়ে তা স্পষ্ট দেখা যায়।
নিক গার্ডনার বলেন, যতবার এই পাহাড়ে আরোহন করি, ততবারই আমি উদ্বেলিত হই। মনে হয়, এখনও আমি একটি ছোট্ট ছেলে। এই পাহাড়ে আরোহন করতে আমার প্রয়োজন হয় মাথার হ্যাট, হাতের গ্লোভস আর বাতাস প্রবেশ করতে পারে না এমন একটি জ্যাকেট।
৫০ বছর বয়সে স্ত্রী জ্যানেটকে সঙ্গে নিয়ে তিনি ইংল্যান্ড থেকে স্কটল্যান্ডের উঁচু ভূমিতে গিয়েছিলেন। তাকে সঙ্গে করে পাহাড়ে আরোহন করতেন।
গার্ডনার বলেন, পাহাড়ে আরোহন তার শৈশবকালের এক স্বপ্ন ছিল। তার স্ত্রী জ্যানেট একজন সাবেক শিক্ষিকা। ২০১৮ সালে তার অ্যালজেইমার্স ধরা পড়ে। দেখা দেয় মেরুদণ্ডের সমস্যা। এ জন্য তাকে ২৪ ঘন্টা দেখাশোনা করতে হয়। ২ বছর পরে অবস্থার আরো অবনতি হয়। এ সময়ে বিধ্বস্ত হয়ে পড়েন নিক গার্ডনার। সিদ্ধান্ত নেন, এই কঠিন অবস্থার বিরুদ্ধে লড়াই করতে তাকে চ্যালেঞ্জ নিতে হবে।
নিক গার্ডনার বলেন, জ্যানেটকে দেখাশোনা করা আমার জন্য কঠিন হয়ে পড়ে। বিশেষ করে হাসপাতালে যাওয়ার পর। আমি বুঝতে পারছিলাম না, কি করতে হবে। গত ৩০টি বছর আমরা প্রতিটি মুহূর্ত একে অন্যের পাশে থেকেছি। কিন্তু আকস্মিকভাবে তা হারিয়ে গেছে। তাই এই পাহাড় আরোহন আমাকে টিকে থাকতে শক্তি দিচ্ছে। এ থেকে প্রাণশক্তি পাচ্ছি। তা নাহলে মানসিক সমস্যায় আক্রান্ত হতাম।
এরই মধ্যে তিনি ৮৭টি পাহাড় আরোহন সম্পন্ন করেছেন। স্ত্রী জ্যানেটের সম্মানে তিনি অ্যালজেইমা স্কটল্যান্ড ও রয়েল অসটিওপোরোসিস সোসাইটি দাতব্য সংস্থার জন্য অর্থ সংগ্রহ করছেন। নিজের অগ্রগতি সম্পর্কে ফেসবুক এবং ইন্সটাগ্রামে পোস্ট দিয়ে যান। নিজের তহবিল সংগ্রহ সংক্রান্ত ওয়েবপেইজের মাধ্যমে এ পর্যন্ত কমপক্ষে ৩০ হাজার পাউন্ড সংগ্রহ করেছেন।
শীর্ষনিউজ/এম