সোমবার, ০২-অক্টোবর ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন
  • অন্যান্য
  • »
  • শৌচাগার থেকে বেরিয়ে এলো সিংহ, ভিডিও ভাইরাল

শৌচাগার থেকে বেরিয়ে এলো সিংহ, ভিডিও ভাইরাল

shershanews24.com

প্রকাশ : ০৫ অক্টোবর, ২০২১ ০৪:০২ অপরাহ্ন

শীর্ষনিউজ ডেস্ক: বনের রাজা সিংহ। তার যতসব কাণ্ড ‘রাজকীয়’ হবে এটিই স্বাভাবিক। তবে এবার সিংহ ভিন্ন কাণ্ড ঘটিয়ে অবাক করেছে প্রাণিপ্রেমীদের।

শৌচাগার থেকে বের হয়ে আসছে সিংহ— ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও। প্রাণিপ্রেমীরা অবাক হয়েছেন সিংহের বের হওয়ার ধরন দেখে।

ভিডিওতে দেখা যায়, শৌচাগারের দরজা ঠেলে একটি সিংহ বের হয়ে আসছে। বিস্ময়ের কারণ— সিংহটির কেতাদুরস্ত হাবভাব। শৌচাগারের দরজা খুলে প্রথমে দুপাশ দেখে নেয় সে। এর পর ধীরে ধীরে হেঁটে ঢুকে যায় জঙ্গলের ভেতর।

সিংহের এ ভিডিও সামাজিকমাধ্যমে পোস্ট করার পর দ্রুত ছড়িয়ে পড়ে।

ভিডিও দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।

সিংহটিকে জঙ্গলের মধ্যে তৈরি শৌচাগারে পুরুষদের জন্য যে অংশ নির্ধারিত, সেখান থেকে বের হতে দেখা গেছে। আর এটি নিয়েই ব্যবহারকারীদের মন্তব্য— আরে সিংহটা লেখাপড়াও জানে নাকি! সূত্র: আনন্দবাজার

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

শীর্ষনিউজ/এইচ