
shershanews24.com
প্রকাশ : ০৬ অক্টোবর, ২০২১ ০৮:০৪ অপরাহ্নশীর্ষনিউজ ডেস্ক: লম্বা চুলের যত্মআত্তি করা বেশ কঠিন একটা কাজ বৈকি। লম্বা চুল পছন্দ হলেও এর পেছনে মেহনত করতে চান না অনেকেই। তবে এই তরুণী নিজের প্রায় ১০ ফুট লম্বা চুলকে (৯ ফুট সাড়ে ১০ ইঞ্চি) আর্শীবাদ বলেই মনে করেন।
ভারতের মুম্বাইয়ের বাসিন্দা আকঙ্কা যাদব তার এই লম্বা চুল নিয়ে এ বছরও ভারতের লামিকা বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছেন। ২০১৯ সাল থেকে আকঙ্কার এই রেকর্ড কেউ ভাঙতে পারেনি।
নিজের এই অর্জনে ভীষণ খুশি আকঙ্কা। এ ব্যাপারে তিনি বলেন, একটা জাতীয় স্বীকৃতি পাওয়া তাৎপর্যপূর্ণ। রেকর্ডে জায়গা পাওয়া দারুণ ব্যাপার। এতো লম্বা চুলের যত্ন কিভাবে নেন জানতে চাইলে তিনি বলেন, আমি কখনোই ২০ মিনিটের বেশি চুলের পেছনে ব্যয় করি না। কয়েক মাস আগে যুক্তরাষ্ট্রের পেশাদার স্কোয়াশ খেলোয়াড় জাহাব কামাল খান (৩০) নিজের লম্বা চুল দান করে গিনেস বুকে নাম লিখিয়েছিলেন।
শীর্ষনিউজ/এসএসআই