বৃহস্পতিবার, ০৭-ডিসেম্বর ২০২৩, ১২:১৭ অপরাহ্ন

নীল চোখ ও গালে টোল পড়া মেয়েটি কে?

shershanews24.com

প্রকাশ : ১০ অক্টোবর, ২০২১ ০৭:৫৬ অপরাহ্ন

শীর্ষনিউজ ডেস্ক : নীল চোখ ও গালে টোল পড়ে এমন একটি কন্যাশিশুর ছবি নেটাগরিকদের নজর কেড়েছে। কিন্তু কে এই মেয়ে? হয়তো জানা নেই অনেকেরই। তবে আপনি তার পরিচয় জানেন বা না-ই জানেন এই শিশু সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অনেক জনপ্রিয়। তার মিষ্টি হাসি, অনিন্দ্য সুন্দর মুখোবয়ব এক মুহূর্তেই মন জুড়িয়ে দেয় যে কারো।

মেয়েটির নাম অনাহিতা হাশেমজাদেহ। নীল চোখের এই শিশুর ছবি-ভিডিও নেটমাধ্যমে দেওয়া মাত্রই ভাইরাল হয়।

সংবাদমাধ্যমের তথ্যমতে, অনাহিতার জন্ম ২০১৬ সালের ১০ জানুয়ারি। ইরানের নাগরিক অনাহিতা। তার পরিবার মধ্য ইরানের বাসিন্দা। ইরানের শহর ইস্পাহানে বেড়ে উঠেছে অনাহিতা।

অনাহিতার বয়স পাঁচ বছর। তিন বছর বয়স থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ হয়ে ওঠে সে। ইনস্টাগ্রামে তার অনুগামীর সংখ্যা এক লক্ষ ৭৯ হাজার। এখনও পর্যন্ত অন্তত ৮৭৬টি ছবি-ভিডিও পোস্ট করেছে সে।

অনাহিতার ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব বেশি জানা যায় না। ইনস্টাগ্রামে তার মা-বাবার ছবিও খুব বেশি নেই। তবে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পুরোটাই দেখভাল করেন তার মা। অনাহিতার যেসব ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় তা সবই পেশাদার ফটোগ্রাফাররা তুলে থাকেন।

ইনস্টাগ্রামে অনাহিতার পরিচয় ‘বেবি মডেল’। বিভিন্ন ধরনের পোশাক পরে, বিভিন্ন গানের সঙ্গে নেচেইই জনপ্রিয় অনাহিতা। তার মিষ্টতা মন ভরিয়ে দেয় ফলোয়ারদের। সূত্র: আনন্দবাজার
শীর্ষনিউজ/এসএসআই