বৃহস্পতিবার, ০৭-ডিসেম্বর ২০২৩, ১২:০৭ অপরাহ্ন
  • খেলা
  • »
  • শান্তর ফিফটি, শতকবঞ্চিত তামিম

শান্তর ফিফটি, শতকবঞ্চিত তামিম

shershanews24.com

প্রকাশ : ২১ এপ্রিল, ২০২১ ০২:৫০ অপরাহ্ন

শীর্ষনিউজ ডেস্ক: ক্যান্ডির পাল্লেকেলেতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে দুর্দান্ত ব্যাটিং করছে বাংলাদেশ। শুরুতেই উইকেট হারালেও সেই ধাক্কা সামলে উঠেছে টাইগাররা। তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।

১০১ বলে ৯০ রান করে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন তামিম। মাত্র ১০ রানের জন্য টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরি পাওয়া হলো না তার। দ্বিতীয় উইকেট জুটিতে শান্তকে নিয়ে তিনি গড়েছিলেন ১৪৪ রানের জুটি। বাংলাদেশের দুটি উইকেটই নিয়েছেন লঙ্কান পেসার বিশ্ব ফার্নান্দো।

এর আগে, টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলপতি মুমিনুল হক। দলীয় ৮ রানের মাথায় সাজঘরে ফিরেন ওপেনার সাইফ হাসান। রানের খাতা খোলার আগেই এলবিডব্লিউ হন তিনি।
শীর্ষনিউজ/আরএইচ