
shershanews24.com
প্রকাশ : ০৯ অক্টোবর, ২০২১ ১০:৪৬ পূর্বাহ্নশীর্ষনিউজ ডেস্ক: শেষ মূহুর্তে পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে বড় পরিবর্তন আনলো পিসিবি। গুঞ্জণ সত্যি করে তিন ক্রিকেটারকে দলে ডাকা হয়েছে। ফখর জামান, সরফরাজ এবং হায়দারের জায়গা হয়েছে স্কোয়াডে।
বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটার আজম খান এবং পেসার মোহাম্মদ হাসনাইন। বিশ্বকাপ শুরুর মাত্র ৮ দিন আগে পরিবর্তন আনা হলো পিসিবির বিশ্বকাপ স্কোয়াডে।
দলের ভারসাম্য বাড়াতে নতুন করে তিনজনকে অন্তর্ভূক্তি করা হয়েছে। যারা বাদ পড়েছে তাদের ব্যাপারেও সমবেদনা জানান পিসিবি নির্বাচক মোহাম্মদ ওয়াসিম। ডেঙ্গু থেকে সেরে উঠা মোহাম্মদ হাফিজ দলে জায়গা ধরে রাখলেও শোয়েব মালিককে আর সুযোগ দেওয়া হয়নি স্কোয়াডে। পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে খুশদিল শাহ, শাহনেওয়াজ দাহানি এবং উসমান কাদিরকে।
এদিকে, আগামী ২৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ এবারের মিশন শুরু করবে পাকিস্তান। এর আগে ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে কখনো জয়ের মুখ দেখেনি পাকিস্তান।
তবে ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে হারালেও অন্য কোনো টুর্নামেন্টে হারাতে পারেনি পাকিস্তান। আর সেই চ্যালেঞ্জকেই ছুড়ে ফেললেন রমিজ রাজা। যদি ভারতকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে হারাতে পারে তবে তাদের দেওয়া হবে ‘ব্ল্যাংক চেক’।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান রমিজ রাজা তার বোর্ডকে আয়ে স্বয়ংসম্পূর্ণ করতে চান। সে কাজে তিনি এগিয়ে যেতে চান এই মুহূর্ত থেকেই। সে উদ্দেশে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান বলেন, ‘আইসিসির তহবিলের ওপর নির্ভর করে ৫০ শতাংশ কাজ হয় পিসিবির।
আর আইসিসির তহবিলের ৯০ শতাংশ অর্থের জোগানদাতা ভারত। আমার ভয় হয়, ভারত আইসিসির তহবিলে অবদান রাখা বন্ধ করলে পিসিবি অচল হয়ে পড়তে পারে। কারণ, আইসিসির তহবিলে পিসিবির অবদান শূন্য শতাংশ। আমি পাকিস্তান ক্রিকেটকে শক্তিশালী করতে চাই।’
এছাড়া রমিজ রাজা আরও বলেছেন, আমি পাকিস্তান ক্রিকেটকে শক্তিশালী করতে চাই আর্থিকভাবেও। আসন্ন বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দল ভারতকে হারাতে পারলে তারা পিসিবির পক্ষ থেকে ‘ব্ল্যাংক চেক’ পাবে। এমন কথা বলার পেছনে রমিজের উদ্দেশ্য হলো টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ভালো করতে পারলে ক্রিকেটের বাজারেও হয়তো আয় বাড়বে পিসিবির। আর সেটা থেকে আর্থিকভাবে সহায়তাও পাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
নতুন স্কোয়াড:
বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, সরফরাজ আহমেদ, মোহাম্মদ হাফিজ, সোহাইব মাকসুদ, আসিফ আলী, মোহাম্মদ রিজওয়ান, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, হায়দার আলী, শাদাব খান, হারিস রউফ, হাসান আলী, এবং শাহীন শাহ আফ্রিদি।
অপেক্ষমান তালিকা: খুশদিল শাহ, শাহনেওয়াজ দাহানি এবং উসমান কাদির।
শীর্ষনিউজ/এসএফ