
shershanews24.com
প্রকাশ : ১০ অক্টোবর, ২০২১ ১২:৩৮ অপরাহ্নশীর্ষনিউজ ডেস্ক: কলকাতা নাইটরাইডার্স চতুর্থ দল হিসেবে আইপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে। যে দলে রয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে কলকাতার হয়ে আসরের প্লে-অফে খেলা হচ্ছে না তার।
সোমবার (১১ অক্টোবর) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে এলিমিনেটর ম্যাচে খেলবে কলকাতা। তবে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে হবে সাকিবকে। তাই ম্যাচটি খেলা হচ্ছে না তার।
সাকিব ছাড়াও এবারের আইপিএল খেলেছেন বাংলাদেশের আরেক তারকা মোস্তাফিজুর রহমান। রাজস্থান রয়্যালসের ছিলেন তিনি। তবে প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি তার দল।
শীর্ষনিউজ/এসএফ