
shershanews24.com
প্রকাশ : ১০ অক্টোবর, ২০২১ ০৬:৩০ অপরাহ্নশীর্ষনিউজ ডেস্ক : আগামী রোববার থেকে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের এই বিশ্ব আসরে যারা চ্যাম্পিয়ন, রানার্সআপ হবে তাদের পুরস্কার মূল্য ঘোষণা করেছে আইসিসি।
আসরে যারা চ্যাম্পিয়ন হবে তারা পুরস্কার হিসেবে পাবে ১.৬ মিলিয়ন মার্কিন ডলার। ফাইনালে যারা হেরে রানার্সআপ হবে তারা পাবে ৮ লাখ মার্কিন ডলার। রোববার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এমনটি নিশ্চিত করে। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতোই এবারো প্রতিটি ম্যাচ জেতার জন্য বোনাস অর্থ দেওয়া হবে বিজয়ী দলকে।
সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল ৪ লাখ মার্কিন ডলার করে পাবে। সুপার টুয়েলভ থেকে বিদায় নেওয়া ৮টি দল পাবে ৭০ হাজার মার্কিন ডলার করে। প্রথম রাউন্ড থেকে যে ৪টি দল ছিটকে যাবে, তারা পাবে ৪০ হাজার মার্কিন ডলার করে।
প্রথম রাউন্ডের প্রতিটি ম্যাচ জেতার জন্য দেওয়া হবে ৪০ হাজার মার্কিন ডলার করে। ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে প্রথম রাউন্ডে। সুপার টুয়েলভে ৩০টি ম্যাচ জেতার ক্ষেত্রেও একই পরিমাণ অর্থ দেওয়া হবে।
শীর্ষনিউজ/এসএসআই