
shershanews24.com
প্রকাশ : ১০ অক্টোবর, ২০২১ ০৬:৪০ অপরাহ্নশীর্ষনিউজ ডেস্ক : দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ১৭ অক্টোবর স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনির ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের প্রথম পর্ব।
একই দিনে ওমানের মাঠে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে বাংলাদেশের। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি সূত্রে জানা গেছে, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের নিয়মে কিছু পরিবর্তন আনা হচ্ছে। প্রথমবারের মতো ব্যবহার করা হবে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। ক্রিকেটের ক্ষুদে সংস্করণের এই ফরম্যাটে গত ৬ বিশ্বকাপে আম্পায়ারদের সিদ্ধান্ত রিভিউ করার সিস্টেম ছিল না।
ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা গভর্নিং বডি জানিয়েছে, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে প্রতি ইনিংসে প্রতিটি দল সর্বোচ্চ দুটি করে রিভিউ নিতে পারবে। ম্যাচে নিরপেক্ষ ও সঠিক সিদ্ধান্ত পাওয়ার লক্ষ্যেই এ নিয়ম করা হয়েছে।
আরও একটি পরিবর্তন আনা হচ্ছে। তা হলো বৃষ্টি বাধায় কিংবা অন্যান্য কারণে খেলা দেরি হলে, ন্যূনতম ওভারের সংখ্যাও বাড়ানো হবে। আইসিসির আগের নিয়মানুযায়ী, যে কোনো টি-টোয়েন্টি ম্যাচে ন্যূনতম পাঁচ ওভারই যথেষ্ঠ ছিল ফফল আসার জন্য। আসন্ন বিশ্বকাপের গ্রুপপর্বেও বহাল থাকবে নিয়ম।
তবে সেমিফাইনাল ও ফাইনালের তিন ম্যাচের জন্য এ নিয়ম আর খাটবে না। নকআউট পর্বের তিন ম্যাচে ফল আসার জন্য ন্যূনতম ১০ ওভার করে খেলতে হবে দুদলকে। অন্যথায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হবে। তথ্যসূত্র: ইএসপিএন ক্রিক ইনফো
শীর্ষনিউজ/এসএসআই