বৃহস্পতিবার, ০৭-ডিসেম্বর ২০২৩, ১২:০০ অপরাহ্ন
  • প্রবাস
  • »
  • আমিরাতে ১০ লাখ দিরহামের লটারি জিতলেন বাংলাদেশি

আমিরাতে ১০ লাখ দিরহামের লটারি জিতলেন বাংলাদেশি

shershanews24.com

প্রকাশ : ১০ অক্টোবর, ২০২১ ০৬:৩৭ অপরাহ্ন

শীর্ষনিউজ ডেস্ক : আমিরাতি মিলিয়ন দিরহাম মাহজুজ লাইভ ড্র-এর সর্বশেষ বিজয়ী হয়েছেন বাংলাদেশি এক প্রবাসী। দুবাইয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানটির ৪৬তম সপ্তাহের দ্বিতীয় বিজয়ী হিসেবে এ পুরস্কার পাচ্ছেন তিনি। 

শনিবার রাতে অনুষ্ঠিত লটারির ড্রতে বাংলাদেশি ওই নাগরিক আমিরাতি ১০ লাখ দিরহাম (বাংলাদেশি প্রায় ২ কোটি ৩২ লাখ ৮৩ হাজার ১৬ টাকা) জিতেছেন। চলতি বছরে এ নিয়ে দেশটিতে মাহজুজ লাইভ ড্র-এর ১৬তম মিলিওনেয়ার হয়েছেন তিনি।

মাহজুজ লাইভ ড্র-এর প্রথম পুরস্কার ৫০ মিলিয়ন দিরহাম। তবে এখন পর্যন্ত বহুল আকাঙ্ক্ষিত প্রথম পুরস্কার বিজয়ীকে পাওয়া যায়নি। 

আগামী শনিবার আমিরাতের স্থানীয় সময় রাত ৯টার দিকে আবারও এই লটারির ড্র অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খালিজ টাইমসের খবরে প্রবাসী ওই বাংলাদেশির নাম-পরিচয় জানানো হয়নি। ওই বাংলাদেশি ছাড়াও আরও ১০২ জন বিজয়ীর প্রত্যেকে ১ হাজার দিরহাম এবং অন্য ১ হাজার ৯৮৪ জন অংশগ্রহণকারী পেয়েছেন ৩৫ দিরহাম করে।
শীর্ষনিউজ/এসএসআই