বৃহস্পতিবার, ০৭-ডিসেম্বর ২০২৩, ১২:৪২ অপরাহ্ন
  • জাতীয়
  • »
  • রূপপুরে প্রথম ইউনিটে রিয়াক্টর প্রেসার ভেসেল বসছে আজ

রূপপুরে প্রথম ইউনিটে রিয়াক্টর প্রেসার ভেসেল বসছে আজ

shershanews24.com

প্রকাশ : ১০ অক্টোবর, ২০২১ ০৯:৩৫ পূর্বাহ্ন

শীর্ষনিউজ, পাবনা: পাবনার রূপপুরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের মূল যন্ত্র  রিয়াক্টর প্রেসার ভেসেল বা পরমাণু চুল্লিপাত্র প্রথম ইউনিটে স্থাপন করা হবে আজ।

রোববার (১০ই অক্টোবর) ঢাকা থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। রিয়াক্টর প্রেসার ভেসেল স্থাপনের আগে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে রূপপুর প্রকল্পের বাংলাদেশি ও রাশিয়ান কর্মকর্তারা।

বিজ্ঞানমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, এই ঘটনা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। এর ফলে প্রকল্পটি নির্ধারিত সময়ের সাথে তাল মিলিয়েই এগিয়ে যাবে। এর ফলে এই ইউনিটের রিয়াক্টর ভবনের ভেতরের কাজ প্রায় শেষ হবে।

পরিকল্পনা অনুযায়ী ২০২৩ এ প্রথম ইউনিট থেকে ১২০০ মেগাওয়াট এবং একই পরিমাণ বিদ্যুৎ দ্বিতীয় ইউনিট থেকে পাওয়া যাবে ২০২৪ সালে।

শীর্ষনিউজ/এসএফ