
shershanews24.com
প্রকাশ : ১১ অক্টোবর, ২০২১ ১০:২৫ পূর্বাহ্নশীর্ষনিউজ, ঢাকা: অতিরিক্ত সচিব পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আবদুল কাদেরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ করবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
আজ সোমবার তাকে ডিবি কার্যালয়ে ডাকা হয়েছে।
ডিবি সূত্রে জানা গেছে, ডিবি মুসার কাছে , জানতে চাইবে কেন দশম শ্রেণি পাস কাদেরকে তিনি আইন উপদেষ্টা নিয়োগ দিলেন। তিনি কাদেরকে ২০ কোটি টাকার চেক দিয়েছেন কি না? কাদেরের সঙ্গে তার আর কোনো সম্পর্ক রয়েছে কি না?
ডিবির গুলশান বিভাগের উপকমিশনার মশিউর রহমান রোববার রাতে গণমাধ্যমকে বলেন, ‘মুসা বিন শমসেরের ছেলে রোববার ডিবি অফিসে এসেছিলেন। তার সঙ্গে আমরা কথা বলেছি। সোমবার তাকে (মুসা) ডাকা হয়েছে। কয়েকটি বিষয় স্পষ্ট হওয়ার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।’
ডিবি জানায়, মুসার ছেলে আইনজীবী জুবি মুসা গোয়েন্দা কর্মকর্তাদের কাছে জানতে চেয়েছেন, কাদেরের ঘটনায় তার বাবার নাম জড়িয়ে ‘ভিকটিম’ করা হয়েছে? নাকি এই চক্রের সঙ্গে সন্দেহভাজনভাবে তিনি জড়িত? এ ঘটনায় বাবার ভূমিকার বিষয়ে স্পষ্ট ধারণা পেতে চান জুবি ।
শীর্ষনিউজ/এম