
shershanews24.com
প্রকাশ : ১০ অক্টোবর, ২০২১ ০২:৫০ অপরাহ্নশীর্ষনিউজ, খুলনা: বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় খুলনার আদালতে হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হকের জামিন আবেদন নামঞ্জুর করে দিয়েছেন আদালত।
রোববার (১০ অক্টোবর) সকালে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ এস এম আশিকুর রহমানের আদালতে জামিনের আবেদন নামঞ্জুর হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কে এম ইকবাল হোসেন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত ৫ সেপ্টেম্বর এই মামলায় মাওলানা মামুনুল হককে খুলনার আদালতে হাজির করা হয়েছিল।
শীর্ষনিউজ/এইচ