সোমবার, ০২-অক্টোবর ২০২৩, ০৪:৪৮ অপরাহ্ন
  • রাজনীতি
  • »
  • আওয়ামী লীগের অধীনে বিএনপি আর কোনো নির্বাচনে যাবে না: খন্দকার মোশাররফ

আওয়ামী লীগের অধীনে বিএনপি আর কোনো নির্বাচনে যাবে না: খন্দকার মোশাররফ

shershanews24.com

প্রকাশ : ০৯ অক্টোবর, ২০২১ ০৩:৪৭ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা: জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে জাতীয় পার্টি (কাজী জাফর) আয়োজিত জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও জাতীয় যুব সংহতির আহ্বায়ক মো. মহসীন সরকারের স্মরণসভায় শনিবার তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী থাকবে, এমপিরা এমপি থাকবে, মন্ত্রীরা মন্ত্রী থাকবে তারপর বলবে এবার আসেন নির্বাচন করি। এভাবে কোনো নির্বাচন সম্ভব না। এমন ধরনের কোনো নির্বাচনে বিএনপি আর যাবে না। এমন নির্বাচন আর করতেও দেওয়া হবে না।

খন্দকার মোশাররফ বলেন, ‘আওয়ামী লীগ তিনবার ভোট চুরি করে দাবি করে তারা জনগণের ভোটে নির্বাচিত সরকার। হাস্যকর, কতটা নির্লজ্জ হলে এমন দাবি করতে পারে। তাদের নিজেদের কর্মীরাই তো ভোট দিতে পারেনি।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বর্তমান প্রধানমন্ত্রী একসময় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অনেক আন্দোলন করেছিলেন। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর তিনি নিজেই সেটা বাতিল করেছেন।

শীর্ষনিউজ/এসএফ